ট্রান্সজেন্ডার মতবাদ ও ইসলাম এর ফতোয়া -মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী

মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসীর দেয়া ফতোয়া: ট্রান্সজেন্ডার

মুস্তাফতীদের স্বীকারোক্তিতে যে বিষয়টি উনারা উল্লেখ করেছেন (ট্রানজেন্ডার) অবশ্য সে ব্যাপারে আমার আগেই ধারণা ছিল তারপরও বিষয়টি আরো স্পষ্ট হলাম।
আল্লাহ রাব্বুল আলামীন মানব জাতিকে সৃষ্টি করে তাদেরকে দুইভাবে বিকষিত করেছেন। যেমন: পুরুষ ও নারী জাতি। এবং প্রত্যেকের ল আলাদা আলাদা অঙ্গ-প্রত্যঙ্গ ও শারীরিক গঠন দান করেছেন আর এই শারীরিক গঠন পরিবর্তন করার মানে হলো আল্লাহ তায়ালার সৃষ্টিকে পরিবর্তন করা যেটা ইসলামী শরীয়তে অকট্য ভাবে হারাম ও নাজায়েজ কারণ আল্লাহর সৃষ্টির পরিবর্তনের ব্যাপারে কোরআন ও সুন্নাহে সরাসরি নিষেধাজ্ঞা এসেছে এবং ভয়াবহ হুশিয়ারিও এসেছে। অতএব Transgender বা লিঙ্গ পরিবর্তন করা সম্পূর্ণ হারাম নাজায়েজ কাজ চাই সেটা সার্জারির মাধ্যমে হোক অথবা কোন মেডিসিন ব্যবহারের মাধ্যমে হোক কিংবা বেশ ধরে বা মনের ভাবনায় হোক সর্বস্থায় তা হারাম ও নাজায়েজ। কারণ আল্লাহর সৃষ্টি মধ্যে রদ-বদল বা পরিবর্তন করার অধিকার কারো নেই। এইটা সম্পূর্ণ হারামা ও নাজায়েজ কাজ।

সম্পূর্ণ ফতোয়া ও তথ্যসুত্র সম্পর্কিত সম্পূর্ণ ফতোয়া লিংক নীচে দেয়া থাকবে। আপনারা ডাউনলোড করে পড়ে নিবেন।

ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *