কাপাসিয়া রাজবাড়ী বা রামনাথ রায়ের বাড়ি

কাপাসিয়া রাজবাড়ী বা রামনাথ রায়ের বাড়ি। ১৯৬৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই বাড়ির মূল অংশ কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার হয়েছে; বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এই জমিদার বাড়ি নিয়ে আরো বিস্তারিত জানার আগে আমার মুহাম্মদ খলিলুর কাদেরী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও একই নামে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইলো।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন এর জুনিয়া গ্রামে কাপাসিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই জমিদার বাড়িটির অবস্থান। কাপাসিয়া তাজ উদ্দিন চত্বর বা কাপাসয়া বাসস্ট্যান্ড হতে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে এই বাড়িটির অবস্থান।

জমিদার রামনাথ রায় বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন তবে কবের নাগাদ এই বাড়িটি প্রতিষ্ঠান হয় জানা যায়নি। ১৯৬৫ সালে কলেজ (কাপাসিয়া ডিগ্রি কলেজ) এর পরিচালনার কার্যক্রম শুরু হয় এ ভবন থেকেই। এর আগে ১৯৪৭ সালের দেশ ভাগ এবং ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগেই মারা যায় জমিদার রামনাথ রায়। অতঃপর তার ছিল ৩ পুত্র রেখে যাওয়া এই জমিদার এস্টেট পরিচালনা করতে থাকেন। প্রায় ২১ একর জমির উপর ছিল এই বাড়িটি। এই জমিদার বাড়ির দক্ষিণে বড় একটি পুকুর রয়েছে এবং পাশেই রয়েছে একটি মন্দির যা কলেজ মন্দির নামে নামকরণ করা হয়।

কাপাসিয়া ডিগ্রি কলেজের মূল ফটক দিয়ে ঢুকতেই হাতের বাম তাকালে চোখে পড়ে এই বাড়িটি। দুতলা এই বাড়ি চতুর্ভুজ আকৃতির দোতলা ভবন। ভবনটি বর্তমানে তালাবদ্ধ ও পরিত্যক্ত থাকায় ভেতরের দৃশ্য দেখা সম্ভব হয়নি। তবে এই ভবনটিতে নান্দনিক ডিজাইনের নকশা ও শৈল্পিক ছোয়া বিদ্যমান। অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপনার ধংসের ধারপ্রান্তে।

প্রিয় ভিউয়ারস আমাদের দেশ তথা তৎকালীন পশ্চিমবঙ্গে পাচ শতাধিকেরও বেশী জমিদারি এস্টেট ছিল; আপনাদের আগ্রহ থাকলে আমরা এই সকল জমিদারের ইতিহাস ও স্মৃতি চিহ্ন তোলে ধরবো। গাজীপুর জেলায় মোট ১০ টি জমিদারি এস্টেট এর ইতিহাস পাওয়া যায় যার অনেগুলো ভিডিও এবং ইতিহাস আমাদের সংগ্রহে রয়েছে; তারমধ্যে কাপাসিয়ার এটিও একটি, যা অনেকেরই অজানা ছিল। বাকীগুলোতে আপনাদের আগ্রহ থাকলে দ্রুতই আমাদের পেজ ও ইউটিউভ চ্যানেলে দেয়া হবে এ জন্য অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *