কক্সবাজারের ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির শেষ কোথায়?

কক্সবাজারের ট্রেনে চালু হওয়ার পরে যখন টিকিট খুজতাম তখন শুধু ইয়াজুজ-মাজুজ এর হল্পের কথা মনে পড়তো… রাতে এত্তগুলা টিকিট অনলাইনে দেখে ঘুমাই এবং সকালে উঠে যখন টিকিট কাটতে যাব তখন ১ টাও নাই… ৮ ট বাজার আগে তো কমতেই থাকতো আর যেকয়টা বাকী থাকতো সেগুলোও সকাল ৮ টা বাজার পর ১ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যেতো। (যেখানে সকাল ৮ টার আগে টিকিট কাটা বন্ধ থাকে সেখানে টিকিট কমে যাওয়ার বিষয়টিও ভাবার মতোই)
সাম্প্রতিক সময় বিষয়টি নিয়ে নিউজ হওয়ার পরে আজকে দুপুর ১ টার পরেও কক্সবাজারের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
এতে কি প্রমাণিত হয় না রেলওেয়ের সহযোগী অনলাইন সার্ভিসের shohoz ই কেবল বাংলাদেশের জনগণের সাথে এই প্রতারণা কতে আসছে এতোদিন?
হয়ত কয়দিন বন্ধ থাকবে এই কালোবাজারি কিন্তু আবারো শুরু হবে… এর শেষ কোথায়…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *