বরমীর হাটে টমেটো নিয়ে বিভ্রান্ত হবেন না -নাজিব মাহফুজ খান
বরমীর হাটে টমেটো নিয়ে বিভ্রান্ত হবেন না -নাজিব মাহফুজ খান
গত তিন বুধবার বরমীর হাটে গিয়ে আমি হতাশ হয়েছি। ফেসবুক বা সংবাদপত্রে গত বছরের ছবি ব্যবহার করে বরমীর হাটের টমেটোর যে রমরমা খবর প্রচার করা হচ্ছে, তা পুরোপুরি বিভ্রান্তিকর।
বাস্তব চিত্র:
১৪ জানুয়ারি: মাত্র তিনটি নৌকা এলেও তাতে টমেটো ছিল যৎসামান্য। অথচ অনেক সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর পুরনো ছবি দিয়ে প্রচার করছেন যে হাট জমে উঠেছে।
টমেটো না আসার মূল কারণ:
- ১. বাজার স্থানান্তর: হাট নদীর ঘাট থেকে উপরে প্রধান বাজারে নেওয়ায় যাতায়াত ও শ্রমিক সংকটে চাষিরা নিরুৎসাহিত হচ্ছেন।
- ২. অন্য বাজারে বিক্রি: চাহিদা অনুযায়ী টমেটো না থাকায় কৃষকরা এখন বরমীর বদলে কিশোরগঞ্জের তারাকান্দা বা মীর্জাপুর বাজারে বেশি দামে টমেটো বিক্রি করছেন।
- ৩. ফসল নষ্ট: এবারের বিরূপ আবহাওয়ায় মাঠের অনেক টমেটো নষ্ট হয়ে গেছে।
আমি ১৭ কিলোমিটার দূর থেকে তিনবার গিয়েও সত্যতা পাইনি। নিশ্চিত না হয়ে কোনো তথ্য বা ছবি প্রচার করা অনুচিত, কারণ এতে দূর-দূরান্ত থেকে আসা মানুষ ও ক্রিয়েটররা প্রতারিত হন। আমি নিজে কষ্ট সয়ে লোকজ গবেষণার স্বার্থে সবসময় সত্য তুলে ধরি, তাই আপনাদেরও অনুরোধ করবো সঠিক তথ্য যাচাই করে ভ্রমণে আসার।
.png)