বরমীর ঐতিহাসিক ব্যক্তিত্ব মঙ্গল সিংহ
ঐতিহাসিক ব্যক্তিত্ব মঙ্গল সিংহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। নিচে তা সহজভাবে উপস্থাপন করা হলো:
মঙ্গল সিংহ
মঙ্গল সিংহ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাহসী সৈনিক। তিনি বর্তমান গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী এলাকায় ১৮ শতকের গোড়ার দিকে জন্মগ্রহণ করেন। যৌবনের শুরুতে তিনি ইস্ট-ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।
বিদ্রোহের কারণ ও শুরু
সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নীলকরদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই কারণে ১৮৩৬ সালে তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। চাকরি হারানোর পর তিনি ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বারবার ব্রিটিশ বাহিনীকে সম্মুখযুদ্ধে পরাজিত করেন।
গেরিলা যুদ্ধ ও জীবনযাত্রা
মঙ্গল সিংহ বরমীর গজারী বনে দিনের বেলায় আত্মগোপন করে থাকতেন। সুযোগ বুঝে তিনি নীলকর ও ব্রিটিশ বাহিনীর ওপর হামলা করতেন। এছাড়া:
* তিনি মাঝে মাঝে নদীপথে আসা বাণিজ্যিক কাফেলার ওপর হামলা করে মালামাল লুট করতেন।
* এই মালামাল দিয়ে তিনি তাঁর বিদ্রোহী বাহিনীর রসদ ও ব্যয়ভার বহন করতেন।
* খাদ্যসংকট দেখা দিলে মাঝে মাঝে মানুষের পাকঘর (রান্নাঘর) থেকে ভাত-তরকারি লুট করতেন। সাধারণ মানুষ বুঝতে পারতেন এটি মঙ্গল সিংহের কাজ এবং তাঁরা বিষয়টি সহজভাবেই নিতেন।
পতন ও অন্তর্ধান
মঙ্গল সিংহের উপর্যুপরি হামলায় ব্রিটিশ সরকার অতিষ্ঠ হয়ে তাঁকে দমনের জন্য বিশেষ নির্দেশ জারি করে। আধুনিক অস্ত্রে সজ্জিত এক বিশাল ব্রিটিশ বাহিনী তাঁর ওপর আক্রমণ চালায়।
* ১৮৪৫ সালে গফরগাঁওয়ে এক সম্মুখযুদ্ধে তিনি ব্রিটিশ বাহিনীর নিকট পরাজিত হন।
* সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে কটিয়াদি উপজেলার বেতাল নামক স্থানে তিনি সঙ্গীসহ ধরা পড়েন।
এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বই- শ্রীপুরের গুণিজন