নরদিংদী
বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি একটি জেলা নরসিংদীর জনপদ। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলি থেকে অনুমান করা হয় যে, নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল। রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। ১৯৭৭ খ্রিষ্টাব্দে নরসিংদীকে মহকুমা এবং ১৯৮৪ খ্রিষ্টাব্দে জেলায় উন্নীত করা হয়।