গাজীপুর ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫
গাজীপুর জেলার সবচেয়ে বড় মেলা “গাজীপুর বাণিজ্য মেলা” বা “গাজীপুর ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা ” ২০২৫ চলছে। আর্মি ফার্মা মাঠ, শিমুলতলী তে এই মেলার আয়োজন করা হয়। ২০২৪ এর চেয়ে আরো জমকালো ভাবে এবার মেলাটি শুরু হয়েছে যা চলবে মাসব্যপী। ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে মেলাটি। বিশেষ আকর্ষণের মধ্যে বিশাল মোটরসাইকেল রাইড সহ্য বিভিন্ন ধরণের রাইড ও বিনোদনকর আয়োজন রয়েছে। এছাড়াও মেলায় পাওয়া যায় গ্রামীণ ও কুটির শিল্প পণ্য সহ বিভিন্ন ধরণের পণ্য।
মেলায় কিভাবে যাবেন?
গাজীপুর শিববাড়ী বা রেলগেইট হতে ৩০/৪০ টাকা অটো ভাড়া এবং গাজীপুরের সালনা থেকে ৪০/৫০ টাকা অটো ভাড়ায় খুব সহজে মেলায় যাওয়া যায়।