বরমীর বানর
"আল্লাহর সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না—এদের সংসার দেখে সত্যিই অসাধারণ লাগছে। প্রতিটি জীবজন্তুর মাঝেই যে গভীর ভালোবাসা থাকে, এদের দেখলে তা স্পষ্টভাবে বোঝা যায়। বিশেষ করে মায়ের ভালোবাসা চিরন্তন সত্য; মা তো মা-ই, শত কষ্টের মাঝেও তিনি তার সন্তানকে আগলে রাখতে চান। ৮০ দশকের দিকে যখন প্রতি বুধবারে এই বাজারে কত আসতাম! কত কিছু কেনা-বেচা করেছি আর বিশেষ করে এখানকার তন্দুর রুটি ছিল আমার খুব প্রিয়। তখন অনেক বানর দেখা যেত। এখন বানরের সংখ্যা কমে গিয়েছে। তবে এদের মায়ার পাশাপাশি দুষ্টুমিও আছে—আমার বাসার চালগুলো এরা নষ্ট করে দিয়েছে, কোনো গাছ লাগিয়েও শান্তি নেই, এমনকি সুযোগ পেলেই রান্না করা খাবারও নষ্ট করে ফেলে। তবুও সব মিলিয়ে এদের এই মায়াময় দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে।"
"আল্লাহর সৃষ্টি ও প্রতিটি জীবের মধ্যকার ভালোবাসা সত্যিই অপূর্ব। বিশেষ করে ৮০-র দশকে এই বাজারে আসার স্মৃতিগুলো এখনো মনে পড়ে; তখন অনেক বেশী বানর দেখা যেত এবং এখানকার তন্দুর রুটি ছিল আমার প্রিয়। বর্তমানে বানরের সংখ্যা কমলেও এদের মায়া আর দুষ্টুমি—দুটোই বিদ্যমান। এরা যেমন ঘরবাড়ির ক্ষতি করে, খাবার ফসল নষ্ট করে অতিষ্ঠ করে তোলে, তেমনি মায়ের প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার দৃশ্যগুলো দেখলে মন ভরে যায়। সব মিলিয়ে এদের কর্মকাণ্ড ও মায়াময় রূপ দেখতে অসাধারণ লাগে।"