কখনো ভেবে দেখেছেন কি ফিলিস্তিন ইস্যুতে শিয়ারা কেন সুন্নীদের পাশে সবার আগে?

 কখনো ভেবে দেখেছেন কি ফিলিস্তিন ইস্যুতে শিয়ারা কেন সুন্নীদের পাশে সবার আগে?



যারা মুসলমানদের মধ্যে ভাগাভাগি করতে ব্যাস্ত তারা কি এই বিষয়টি কখনো ভেবে দেখেছেন?
(১) ফিলিস্তিনের গাজা উপতক্যায় ৯৯% ভাগ মুসলিম শাফিঈ মাযহাবের অনুসরণ করে থাকেন যা সুন্নি মুসলিমদের একটি শাখা।
(২) এদিকে সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী হলেন একজন ইরানি শিয়া মুসলিম ধর্ম প্রধান ও বর্তমান দেশটির সর্বোচ্চ নেতা। আর দেশটিতে শিয়ার সংখ্যা ৯৫% ভাগ!
অর্থাৎ এখন পর্যন্ত ওই মাজলুম ফিলিস্তিনিদেরকে সবচেয়ে বেশি সাহায্য করা দেশের মধ্যে এই ইরান প্রথম অবস্থানে আছে! অথচ এই শিয়াদেরকে আমরা কতোইনা খারাপ ভাবে দেখি! আজ দেখুন অন্যান্য সুন্নি নেতারা চুপ কিন্তু সুন্নিরা যাদেরকে শত্রু মনে করে তারাই আজকে সবার আগে ওদের পাশে। মতাদর্শ ভিন্ন কিন্তু আত্মরক্ষায় সবাই এক হোক; এমনটাই সবার চাওয়া হোক। স্যালুট ইরানকে... আদ ধিক্কার তাদের যারা আজও শিয়া সুন্নী ভাগাভাগি নিয়েই ব্যাস্ত...✅
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url