লিচুর গ্রাম মঙ্গলবাড়িয়া
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার পাশেই অবস্থিত ছোট্ট এক গ্রাম, যার নাম মঙ্গলবাড়িয়া। প্রায় দুইশ বছর আগে সুদূর চীন থেকে কোনো এক ব্যক্তি প্রথমে একটি লিচুর চারা গাছ এনে রোপন করেছিলেন এ গ্রামে। অধিক ফলন ও ছোট বিচির কারণে এ জাতের লিচু এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিছু দিনের মধ্যেই এ জাতের লিচুর কলম চারা ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে। এরপর দ্রুতই বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে এই গ্রামবাসী। বর্তমানে এলাকার বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে এ লিচুর গাছ। এ গ্রামের নামেই লিচুর নাম রাখা হয়েছে ‘মঙ্গলবাড়িয়া লিচু’।