সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ - টোক ইউনিয়ন - গাজীপুর জেলা

গাজীপুর জেলাধীন কাপাসিয়া উপজেলার টোক একটি ঐতিহাসিক স্থান। বিশেষ করে বাংলার ইতিহাস সমৃদ্ধ ঈসা খার রাজধানী ছিল এই টোক নগর। বার ভূইয়াদের নেতা ঈসা খার স্মৃতি সম্বলিত এই জনপদের রয়েছে ব্যপক ইতিহাস। এছাড়াও এ টোকে দেখার মত অনেক কিছুই রয়েছে তারমধ্যে এই সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ একটি অন্যতম স্থান। জনশ্রুতি আছে এ মসজিদটি অলৌকিকভাবে মাটি ভেদ করে উঠে এসেছিল যার কারণে অনেকে এটিকে গাইভী মসজিদ বলেও ডাকে।

বলা হয়ে থাকে এই মসজিদে যে যেই নিয়ত করে নামাজ পড়ে যায় আল্লাহ তার মনের সেই নেক বাসনা পুরুন করেন। এজন্য দূর দুরান্ত থেকে এখানে লোকজন আসে নামাজ পড়তে বিশেষ করে শুক্রবারে এখানে ব্যাপক জমায়েত হয়ে থাকে। অনেকে আবার এখানে অর্থ, হাস মুড়গী ও গরু ছাগল সহ অনেক মূল্যবাদ জিনিসপত্র দান করে থাকেন।

এটির অবস্থান গাজীপুর জেলার একেবারে পূর্বদিকে, এই মসজিদের পূর্বপাশ দিয়েই বয়ে গেছে পুরাপত ভ্রমপুত্র আর এরপর থেকেই কিশোরগঞ্জ জেলার শুরু। কেউ এখানে আসতে চাইলে প্রথমে গাজীপুরের টোক বাজার অথবা নরসিংদীর ড্রেনেরঘাট বা কিশোরগঞ্জের থানারঘাট আসতে হবে। টোক বাজার হতে উত্তরদিকে সুলতানপুর গ্রামের পাশে এর অবস্থান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url