বাঙ্গালাহ সালতানাতঃ
বাঙ্গালাহ সালতানাতঃ এক নজরে
★ অবস্থা: সম্রাজ্য
★ রাজধানী:
১. ফীরূজাবাদ (পান্ডুয়া)
২. গৌড় (জান্নাতাবাদ)
৩. মুয়াজ্জিমাবাদ (সোনারগাঁও)
৪. খাওয়াসপুর-তানুরাহ বা তান্ডা
আনুগত্য: আব্বাসীয় খিলাফাহ
★ প্রতিষ্ঠাতা: শামসউদ্দিন ইলিয়াস শাহ্
★ প্রতিষ্ঠা সালঃ ১৩৫২
★ উপাধি:
১. শাহ-ই- বাঙ্গালিয়ান (বাঙালিদের শাহ)
২. শাহ- ই বাঙ্গালাহ (বাংলার শাহ)
৩. সুলতান-ই বাঙ্গালাহ (বাংলার সুলতান)
৪. ইয়ামিন- আল খিলাফাহ (খিলাফাতের ডানহাত/সাহায্যকারী)
৫. খলিফাতুল্লাহ
শাসকের উপাধি- সুলতান/বাদশাহ [সুলতানদের সকলে 'বাদশাহ' (পাদশাহ) ছিলেন না]
সর্বশ্রেষ্ঠ শাসক: সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ্
সবচেয়ে ক্ষমতাবান শাসক: বাদশাহ্ জাহান রুকন-উদ্দিন বারবাক শাহ্
সবচেয়ে দীর্ঘসময় শাসন করেন: বাদশাহ সিকান্দার শাহ্ (৩৫ বছর)
একমাত্র হিন্দু শাসক: রাজা গণেশ উরফে সুলতান কানস শাহ
সবচেয়ে কম সময় শাসন করেন: সুলতান মুজাহিদ শাহ্ (১ সপ্তাহ)
সবচেয়ে বেশি ভূমি শাসন করেন: গিয়াসউদ্দিন আজম শাহ্
সবচেয়ে বেশি ভূমি জয় করেন: সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ্
সবচেয়ে কম ভূমি শাসন করেন: সুলতান মুজাহিদ শাহ
সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তৃতি: ১৪ লক্ষ ৬৮ হাজার ৭০৬ বর্গকিলোমিটার (আজম শাহর সময়ে)
দ্বিগ্বিজয়ী শাসক: ২ জন।
(১) সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ্ (১৩৩৮-১৩৫৮)
(২) বাদশাহ রুকনউদ্দিন বারবাক শাহ্ (১৪৫৯-১৪৭৪)
ধর্ম - ইসলাম (রাজধর্ম ৯-১০%)
হিন্দু - (সংখ্যাগরিষ্ঠ ৮০-৯০%)
বৌদ্ধ, জৈন
শাসকদের জাতিসত্ত্বা:
১. ইলিয়াস শাহী বংশ - পারসিক সিস্তানী ও বাঙ্গালীর মিশ্রিত রক্তধারা
২. রাজা গণেশের পরিবার - বাঙ্গালী (আর্য)
৩. হোসেন শাহী বংশ - বাঙ্গালী (অনার্য)
৪. হাবশী বংশ - আবিসিনিয়ান
৫.গাজী বংশ - পাঠান
৬. কররানী বংশ - পাঠান
ভাষা: বাংলা (রাজভাষা), ফার্সী (রাজভাষা), আরবি (ধর্মীয়)
★★ সবচেয়ে বড় বিজয়:-
০১. ঐতিহাসিক একডালার প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধে দিল্লী সালতানাত কে পরাজিত করে চূড়ান্তভাবে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা
২. নেপাল বিজয়-১৩৫০
৩. বাহমনী সালতানাত কে করদ রাজ্যে পরিণতকরণ
৪. আরাকান বিজয়- ১৪৩০
৫. উড়িষ্যা বিজয়- বারবাক শাহর রাজত্বকালে
৬. উড়িষ্যার গজপতিদের চূড়ান্ত পতন- কালাপাহাড়ের নেতৃত্বে
৭. অহম বিজয়- ১৩৯৩
★ সবচেয়ে বড় পরাজয়:
১. যাউনপুরের শার্কীদের বিহার ও ত্রিহুত দখল-১৪১৫
২. নেপাল হাতছাড়া- ১৪১৩
৩. তুর্কোইয়ের যুদ্ধে মুঘল সাম্রাজ্যের কাছে পরাজয়
৪. রাজমহলের যুদ্ধে পতন ও বিলুপ্তি
৫. শেরখানের হাতে দেড় দশকের জন্য সার্বভৌমত্ব হারানো
★ গৌরব: চীনের পর পৃথিবীর সবচাইতে ধনী সাম্রাজ্য, সারা পৃথিবীতে পোশাক রপ্তানি বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য, জাহাজ নির্মাণে মুসলিম বিশ্বে শীর্ষে।
★ শত্রু সমূহ:
১. মুঘল সাম্রাজ্য
২. দিল্লী সালতানাত (১৩৫৯ সালের পূর্বে)
৩. শূরী সালতানাত
৪. শার্কী সালতানাত
৫. কামরূপ রাজ্য
৬. গজপতি সাম্রাজ্য
★ মিত্রসমূহ:
১. তৈমুরী সাম্রাজ্য
২. মামলুক সালতানাত (কায়রোর আব্বাসী খিলাফত)
৩. মিং সাম্রাজ্য
৪. দিল্লী সালতানাত (১৩৫৯ সালের পর)
৫. পর্তুগাল
৬. ইথিওপিয়ান সাম্রাজ্য /হাবশা
রাজবংশঃ ১. ইলিয়াস শাহী রাজবংশ [১৩৫২-১৪১৪]
২. রাজা গণেশের পরিবার [১৪১৪-১৪৩৬]
৩. দ্বিতীয় ইলিয়াস শাহী রাজবংশ [১৪৩৬-১৪৮৭]
৪. হাবশি শাসন [১৪৮৭-১৪৯৩]
৫. হোসেন শাহী রাজবংশ [১৪৯৪-১৫৩৮]
৬. মুহম্মদ শাহী রাজবংশ [১৫৫৪-১৫৬৩]
৭. কররানি রাজবংশ [১৫৬৪-১৫৭৬]
★ সবচেয়ে বড় লজ্জা: মোগলমারির যুদ্ধে পরাজিত হয়ে মুঘলদের কাছে সাময়িক সময়ের জন্য বাংলা ও বিহার হারানো।
★ সর্বশেষ শাসক: বাদশাহ দাঊদ শাহ্ কররানী
★ বিলুপ্তি: ১৫৭৬ খ্রিস্টাব্দ
[ মুঘলবিরোধী স্বাধীনতা যুদ্ধ: ১৫৭৬-১৬১১ নেতৃত্ব প্রদানকারী- ভাটিরাজ ঈসা খাঁ মাসনাদ- ই আলা (হোসেন শাহী বংশের ওয়ারিশ) ও ভাটিরাজ মুসা খাঁ ]
চিত্র- বাদশাহ বারবাক শাহের রাজত্বকালে বাংলা সালতানাত, ১৪৭০ খ্রিস্টাব্দ
লেখার কৃতজ্ঞতাঃ রাজিত তাহমীদ জিত