গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার জনপ্রিয় লালশাপলা বিল

গাজীপুর জেলাধীন কাপাসিয়া উপজেলার জনপ্রিয় লালশাপলা বিল এটি। এই বিলটি মূলত লাল শাপলার জন্য বিখ্যাত, যা বর্ষাকালে জুলাই মাস থেকে লাল শাপলা ফুটে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে। এই বিলকে অনেকে লাল শাপলা বিল নামেই চেনেন তবে এর আশেপাশে আরো কয়েকটি লাল শাপলার বিল রয়েছে।

এই বিলটি কেবল সৌন্দর্যের জন্য নয়, স্থানীয়দের জীবিকারও একটি গুরুত্বপূর্ণ উৎস। অনেকে বিল থেকে শাপলা ও মাছ সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এখানে শুধু লাল শাপলাই নয়, সাদা ও বেগুনি রঙের শাপলাও দেখা যায়। বিলের গাঢ় সবুজ পানির উপর ফুটে থাকা এই শাপলা ফুলগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন অসংখ্য লাল বৃত্ত ভাসছে।

যারা প্রকৃতির কাছাকাছি গিয়ে শান্ত সময় কাটাতে চান বা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই বিল একটি দারুণ গন্তব্য। এখানে স্থানীয়দের ছোট নৌকা ভাড়া করে বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। বিলে বিভিন্ন ধরনের পাখি যেমনল বক, মাছরাঙ্গা, শালিক ও চড়ুই সহ নানান অজানা পাখির দেখা মেলে।

এই বিলটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ও টোক ইউনিয়নে বিস্তৃত। তবে লাল শাপলার আকর্ষণীয় এই অংশটি টোক ইউনিয়নের পাচুয়া গ্রামে পরেছে।

কিভাবে যাবেন?

যারা আমরাইদ হয়ে আসতে চান তারা আমরাইদ হতে বীর উজলী বাজারে এসে ডানদিকে একটি রাস্তা পাবেন এই রাস্তা দিয়ে সুজা ডুমদিয়া বাজার হয়ে খুরশিদের মোড়ে আসবেন। খুরশিদের মোড় হতে মাত্র ১ কিলোমিটার সামনে এই শাপলা বিল। আর যারা টোক হয়ে আসবেন তার পাঁচুয়া হাজি বাজার আসবেন। পাঁচুয়া হাজী বাজার হতে আধা কিলোমিটার পশ্চিমে এর অবস্থান।

কিভাবে ঘুরবেন?

এই বিলের পাশেই রয়েছে বেশ কয়েকটি স্থানীয় বসতবারি যাদের প্রত্যেকের বড়িতেই ডিঙ্গি নৌকা থাকে। তাদেরকে বললে ঘন্টায় ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে বিল ঘুরিয়ে দেখিয়ে থাকে। এমনই এক চাচার নাম্বার আমরা এখানে দিয়ে দিব চাইলে আপনারা আগেই ফোন দিয়ে উনাকে বলে রাখতে পারেন, যিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বিল ঘুরিয়ে থাকে তবে ফুল ছিড়লে আর আন্তরিক নাও থকাতে পারেন। 

কখন কোন সময় যাবেন?

সাধারণত জুলাই মাসের শেষ সপ্তাহ হতে ফুল ফোটা শুরু হয় থাকে নভেম্বর পর্যন্ত। আর এই সুন্দর দৃশ্যগুলো এবং ফুটন্ত ফুল দেখতে চাইলে অবশ্যই সকাল ৮ টা বা সূর্য্য উঠার আগে আপনাকে বিল থাকতে হবে। যতো সকালে যাবেন সৌন্দর্য্য ততো বেশী উপভোগ করতে পারবেন।

পরামর্শঃ কেউ ফুল ছিড়ে পরিবেশ ও সৌন্দর্য্য নস্ট করবেন না। এমন আরো ভিডিও পেতে প্রিয় গাজীপুর ফেসবুক পেজটি ফলো করে রাখুন । ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে আর শেয়ার করতে একদম ভুলবেন না।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url