চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগানে মুখরিত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়
খলিলুর কাদেরী: চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মিছিল করছেন শিক্ষার্থীরা।
রোববার রাত ১১টার দিকে কয়েক শ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। এরপর জড়ো হতে থাকে শত শত শিক্ষার্থী।
এই প্রতিবাদ মিছিলে 'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
এছাড়াও বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও ৭ কলেজের আওতায় বিভিন্ন কলেজের ছাত্ররা এই আন্দোলনে নেমেছে বলে জানা যায়।
কয়েক হাজার ছাড়িয়েছে আশা করি।
🍀