গাজীপুর জেলার রেল স্টেশন গুলোর নাম
খলিলুর কাদেরীঃ গাজীপুর জেলায় মোট ১৪ টি রেলস্টেশন রয়েছে। গুলোর নাম মোট ১৪ টি। নীচে গাজীপুর জেলার এই ১৪ টি রেল স্টেশনের নাম দেয়া হলো।
শ্রীপুর |
১. টঙ্গী, গাজীপুর সদর।
২. ধীরাশ্রম, গাজীপুর সদর।
৩. জয়দেবপুর, গাজীপুর সদর।
৪. ভাওয়াল গাজীপুর, গাজীপুর সদর।
৫. রাজেন্দ্রপুর, গাজীপুর সদর।
৬. ইজ্জতপুর, শ্রীপুর।
৭. শ্রীপুর, শ্রীপুর।
৮. সাতখামাইর, শ্রীপুর।
৯. কাওরাইদ, শ্রীপুর।
১০. আড়িখোলা, কালীগঞ্জ।
১১. পুবাইল, গাজীপুর সদর।
১২. নলছাটা, কালীগঞ্জ।
১৩. মৌচাক, কালিয়াকৈর।
১৪. বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন, কালিয়াকৈর।