গাজীপুর দর্শনীয় স্থান সমূহ

খলিলুর কাদেরীঃ এই পেজে আমরা গাজীপুর জেলার দর্শনীয় স্থান সমূহ গুলোর লিষ্ট দিবো। গাজীপুর দর্শনীয় স্থান গুলো সম্পর্কে জানার জন্য নীচে দেখুন। আমরা জানি গাজীপুর জেলার মধ্যে অনেক আকর্ষণীয় দর্শনীয় রয়েছে। এই পেজে শুধু নাম গুলো দেয়া থাকবে বিস্তারিত জানার জন্য সাথে লিংক দেয়া থাকবে এবং প্রতিটি আলাদা পাতায় বিস্তারিত থাকবে। গাজীপুর জেলার তথ্য, ইতিহাস ও দর্শনীয় স্থান সমূহ জানতে আমাদের সাথেই থাকুন।

গাজীপুর জেলায় রয়েছে মোট ৫ টি উপজেলা।

  1. গাজীপুর সদর উপজেলা।
  2. কালীগঞ্জ উপজেলা।
  3. কালিয়াকৈর উপজেলা।
  4. শ্রীপুর উপজেলা।
  5. কাপাসিয়া উপজেলা।

গাজীপুর জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তার মধ্যে নীচে সবগুলো উল্লেখ করা হলো।

  • নুহাশ পল্লী।
  • ওয়াদ্দা দিঘী।
  • ভাওয়াল রাজবাড়ী।
  • ভাওয়াল জাতীয় উদ্যান।
  • সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ।
  • বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
  • গাজীপুর সিটি পার্ক।
  • গাজীপুর ক্যান্টনমেন্ট পার্ক।
  • কালিয়াকৈর উপজেলা পার্ক।
  • শ্রীফলতলী জমিদার বাড়ী।
  • বলিয়াদী জমিদার বাড়ী।
  • ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, জয়দেবপুর।
  • কাশিমপুর জমিদার বাড়ী.
  • দত্তপাড়া জমিদার বাড়ী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url